গত কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হতে দেখা গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও। যেখানে বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে একভাবে উপহাস করতে দেখা গেছে তাকে। ভিডিওতে ইনজামাম উল্লেখ করেছেন, মুলতান টেস্টের প্রথম ইনিংসে সুজনের বলে আউট হয়েই ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন তিনি!
আসলে এক বছর আগে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে ‘ইমোশোনাল স্টোরি অফ দ্য মুলতান টেস্ট ম্যাচ’ শিরোনামে ১২ মিনিট ২৩ সেকেন্ডেরে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানেই একটি অংশে সুজনকে সাধারণ গোছের বোলার তকমা দিয়ে কথা বলতে দেখা গেছে ইনজামামকে।
ভিডিওর এক অংশে ইনজামাম বলেন, ‘প্রথম ইনিংসে বাংলাদেশ দলের একজন বোলার ছিলেন খালেদ মাহমুদ। খুবই সাধারণ মানের মিডিয়াম পেসার। তিনি আমাকে বল করলে তা উঁচু হয়ে এসেছিল। মারতে গেলে আমি গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই।
তখন আমার মাথায় চিন্তা আসে, খালেদ মাহমুদের মতো বোলারের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই। তাহলে আল্লাহ আমাকে ইঙ্গিত দিচ্ছেন যে, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তখন সন্ধ্যায় এক বন্ধুকে বলেছিলাম এটাই আমার শেষ টেস্ট। তাকে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা বলেছিলাম।’
অবশ্য পুরনো এই ভিডিও নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। সুজনকে উপহাস করে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। রাকিব হাসান শুভ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘তার মন্তব্য খুবই হতাশাজনক।
পাকিস্তানের সাবেক অধিনায়ক হিসেবে তিনি এভাবে বলতে পারেন না। তার অবশ্যই নিজের অবস্থান জানা উচিত। প্রত্যেকে ক্রিকেটারদের সম্মান জানানো উচিত। সত্যিই আমি ভীষণ হতাশ।’
পারভেজ নামের আরেক ক্রিকেটার ভক্ত কমেন্ট করে বলেছেন, ‘ইনজামামের মতো কিংবদন্তি ক্রিকেটারের মুখে অন্যদেশের ক্রিকেটারকে অসম্মান করে কথা বলা মানায় ন। তার উচিত অন্যদেশের ক্রিকেটারদের সম্মান জানানো। সম্মান দিলেই কেবল সম্মান পাওয়া যায়।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪