অদ্ভুত এক ‘আউট’ হয়ে রেকর্ড গড়লেন গুনাথিলাকা!

ক্রিকেট দুনিয়া March 11, 2021 1,317
অদ্ভুত এক ‘আউট’ হয়ে রেকর্ড গড়লেন গুনাথিলাকা!

অ্যান্টিগায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়েছে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলা ওপেনার দানুশকা গুনাথিলাকাকে আউট দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে আম্পায়ার। যেখানে স্টাম্পের বেল পড়েনি, ক্যাচও ধরেনি, তবে সেচ্ছায় বলে পা লাগানো মনে করে আউট দেয় আম্পায়ার!


ম্যাচের বাইশ ওভারের খেলা চলছে তখন। করুণারত্নের সাথে গুনাথিলাকার শতরানের ওপেনিং জুটিটা মাত্র ভেঙেছে। পোলার্ডের ওভারের প্রথম বলটা গুনাথিলাকা আলতো করে ঠেলে দিলে রান নিতে চাচ্ছিলেন নন-স্ট্রাইকে থাকা নিশানকা। তবে বল বেশিদূর যায়নি, পিচের উপরেই ছিল। পোলার্ড ছুটে আসছিলেন রান আউট করার জন্য।


বোলার কাছাকাছি চলে আসতেই গুনাথিলাকা পপিং ক্রিজে ফিরতে চাচ্ছিলেন তড়িঘড়ি করে। দুর্ভাগ্যই বলতে পারেন, বুটের তলায় লেগে বল গেল সরে। পোলার্ড বলের নাগাল না পেয়ে আবেদন করে বসলেন আম্পায়ারের কাছে। দেখেশুনে থার্ড আম্পায়ার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট দিয়ে বসলেন গুনাথিলাকাকে।


তবে এই ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ একদমই নতুন না ওয়ানডেতে। প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে গুনাথিলাকা এরকম আউটের শিকার হলেও আন্তর্জাতিক ওয়ানডে এরকম ঘটনা দেখেছে আরও সাতবার। - স্পোর্টসজোন২৪