বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া March 11, 2021 2,471
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চমকে ভরা দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ১৩ সদস্যের এই দলে প্রথমবারের মত ডাক পেলেন তিন ক্রিকেটার।


ইনজুরির কারণে ছিটকে গেছেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে ব্ল্যাকক্যাপসদের অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। দলে নতুন তিনজন হলেন– ডেভন কনওয়ে, উইল ইয়াং ও ড্যারিল মিচেল।


বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ

টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর ও উইল ইয়াং।


সূত্রঃ স্পোর্টসজোন২৪