আসন্ন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশের দুটি বেসরকারি টিভি চ্যানেল।টেলিভিশনের পাশাপাশি সিরিজটি দেখা যাবে ইউটিউবেও।
দুই বাংলাদেশি চ্যানেলে দেখা যাবে নিউজিল্যান্ড সিরিজ আগামী ২০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি।
শুরুতে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। বাংলাদেশে কোন টিভি চ্যানেলে দেখা যাবে এ সিরিজটি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শকরা। অবশেষে জানা গেল কোথায় সম্প্রচারিত হবে দুই দলের মধ্যকার সিরিজটি।
একটি নয়, দুটো দেশীয় চ্যানেলে দেখা যাবে আসন্ন এই সিরিজ। সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে গাজী টিভি (জিটিভি)। শুধু জিটিভিই নয় খেলাগুলো সরাসরি সম্প্রসার করবে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল, টি-স্পোর্টসেও।
কনসোর্টিয়াম প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জন্য সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে জিটিভি ও টি-স্পোর্টস। টিভির পাশপাশি ইউটিউবে র্যাবিটহোলবিডি চ্যানেলে দেখা যাবে সিরিজটি। কদিন আগেই সিরিজটি সম্প্রচারের কথা জানায় র্যাবিটহোল। - বিডিক্রিকটাইম