ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের চার দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। ড্রাফট শেষে চূড়ান্ত হওয়া চার দলের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন চার তারকা ক্রিকেটার।
ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির চার দলের চূড়ান্ত স্কোয়াড
আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর। ঢাকা জেলার ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট চারটি দল। দলগুলো হল- ঢাকা স্কর্পিয়ন্স, একমি স্ট্রাইকার্স, ইজি ও ঢাকা ওয়ারিয়র্স।
এর মধ্যে ইজি দলের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ঢাকা ওয়ারিয়র্সের আইকন হিসেবে আছেন শামসুর রহমান। এছাড়া আরাফাত সানি একমি স্ট্রাইকার্স ও মার্শাল আইয়ুব ঢাকা স্কর্পিয়ন্সের আইকন ক্রিকেটারের দায়িত্ব পালন করবেন।
• একনজরে টুর্নামেন্টের চার দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
ঢাকা স্কর্পিয়ন্স : মার্শাল আইয়ুব (আইকন), আজমির আহমেদ, মোহাম্মদ শরীফল্লাহ, মেরাজ রনি, মোহাম্মদ, শেখ নাহিদ, ইসহাক সজল, মানিক খান দুর্জয়, আব্বাস মুসা, ফজলে রাব্বি, মাহমুদুল হাসান, সবুজ বর্মণ, আসিফ আহমেদ।
একমি স্ট্রাইকার্স : আরাফাত সানি (আইকন), ইলিয়াস সানি, আসিফ আহমেদ রাতুল, তাফিকুল হক, বিল্লাল হোসেন, ইয়াসিন ভুঁইয়া, নাকিব শামস, সাদমান অনিক, রাফসান আল মাহমুদ, আবদুল কাদের ওমর শরীফ রিয়াদ, আরমান হায়দার, আহমেদ আমান আবির, মোহাম্মদ রাকিব, আবদুল কাইয়ুম তুহিন।
ইজি : মোহাম্মদ আশরাফুল (আইকন), কাজী অনিক, রুবেল মিয়া, ইসহাক মোহাম্মদ, আশিস চন্দ্র, মাসুদ পারভেজ, তোহিদ রানা সিফাত, শাহরিয়ার কমল, মিনহাজ সাব্বির, ওমর ফারুক আকাশ, রিয়াদ হোসেন ইমন, আলী হোসেন মীর, শফিউল হায়াত হৃদয়, শাহরিয়ার নাফিজ।
ঢাকা ওয়ারিয়র্স : শামসুর রহমান (আইকন), আল আমিন জুনিয়র, নাবিল সামাদ, মোহাম্মদ শান্ত, রোকন উদ্দিন, আরিফ আহমেদ, ফয়সাল হোসেন, তাসামুল হক, রাকিন আহমেদ, আশরাফুল হক সৌরভ, রনি হোসেন, মোহাম্মদ রনি হোসেন, সাহবাজ চৌহান।
সূত্রঃ বিডিক্রিকটাইম