তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভারে ২২ রান নেওয়ার সুবাদে শ্রীলঙ্কাকে ২-১ এ সিরিজ হারিয়েছে উইন্ডিজ।
এদিন টস জিতে আগে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৫৪ রান করেন চান্দিমাল ও ৩৫ বলে ৪৪ রান করেন বান্দারা।
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন সিমন্স। এছাড়া ২৩ রান করেন পুরান।
জয়ের জন্যে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু অ্যালেন ১৯ তম ওভারেই ২২ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। খেলেন ৩ ছক্কায় ৬ বলে ২২ রান।
• সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৩১/৪(২০)
চান্দিমাল ৫৪*, বান্দারা ৪৪*
অ্যালেন ১/১৩, কেভিন ১/১৯
ওয়েস্ট ইন্ডিজ : ১৩৪/৭(১৯)
সিমন্স ২৬, পুরান ২৩
সান্দাকান ৩/২৯, হাসারাঙ্গা ২/১৩।
সূত্রঃ স্পোর্টসজোন২৪