স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরের টেস্ট দুইটি আগামী এপ্রিলে চূড়ান্ত হয়েছে আগেই। কবে নাগাদ বাংলাদেশ দল দেশ ছাড়বে সে ব্যাপারেও আভাস দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। অনেকটা চূড়ান্ত পর্যায়ে শ্রীলঙ্কার বাংলাদেশে আসার দিনক্ষণও।
দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা দিবে ১২ এপ্রিল। কোয়ারেন্টাইন সহ যাবতীয় কার্যক্রম শেষে দুইটি টেস্ট খেলে মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা টাইগারদের।
এরপর দুই সপ্তাহের মত ফাঁকা সময় পাবে বাংলাদেশ। ২০ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই সিরিজটিও আগেই দুই বোর্ড চূড়ান্ত করে, এখন অপেক্ষা আনুষ্ঠানিক সূচি প্রকাশের।
‘আসার পরে হয়ত আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুইটি শেষে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে। আমরা আশা করছি তারা ২০ মের দিকে বাংলাদেশে আসবে। ঈদের (রমজান ঈদ) পরপরই হবে।’
সূত্রঃ ক্রিকেট৯৭