প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড কোহলির

ক্রিকেট দুনিয়া March 2, 2021 1,031
প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড কোহলির

আধুনিক ক্রিকেটের রান মেশিন তিনি। ২২ গজে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এবার আরও এক নতুন রেকর্ড বিরাট কোহলির নামের পাশে। সোশ্যাল মিডিয়ায় এমন এক রেকর্ড ফুটবলার রোনালদো-মেসিদের সাথে নাম লিখিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়তে বাড়তে এখন ছুঁয়ে ফেলল ১০০ মিলিয়নের মাইলস্টোন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এত বেশি ফলোয়ার শুধু কোহলিরই।


কোহলি ছাড়া ১০০ মিলিয়ন ফলোয়ার ক্লাবে রয়েছেন হাতেগোনা কয়েকজন সেলেব্রিটি। ১০০ মিলিয়ন ক্লাবে কোহলি ছাড়া আর যে ক’জন রয়েছেন, তাঁরা হলেন প্রখ্যাত অভিনেতা ডোয়েন জনসন, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার ও লিওনেল মেসি। এছাড়াও এই তালিকায় রয়েছেন মার্কিন গায়িকা বেয়োন্স,আরিয়ানা গ্র্যান্ড।


আর সোশ্যাল মিডিয়ায় এই রেকর্ড গড়ায় কোহলিকে অভিনন্দন জানাল আইসিসি৷ আইসিসি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছে, যেখানে রয়েছে কোহলি সহ এই তারকাদের ছবি, যাঁদের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪