বন্দী জীবন শেষে আবারও খোলা আকাশের নিচে টাইগারা

ক্রিকেট দুনিয়া February 27, 2021 530
বন্দী জীবন শেষে আবারও খোলা আকাশের নিচে টাইগারা

টানা ৪৮ ঘণ্টা রুমে বন্দি থাকার পরে মুক্তি পেয়েছিলেন টাইগারর ক্রিকেটাররা। ক্রাইসচার্সে, কিছু সময়রে জন্য একসাথে হয়েছিলো পুরো দল। টানা ৪৮ ঘণ্টা পর রুম থেকে বেরুতে পেরে দারুণ আনন্দিত ক্রিকেটাররা। নির্বাচক থেকে শুরু করে খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই হেঁটেছেন রাস্তায়। অনেককে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়েই অনুশীলন করতে।


নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় টাইগারদের পেস বোলার তাসকিন আহমেদ বলেন, টানা ৪৮ ঘণ্টা রুমের মধ্যে বসে থাকা নতুন এক অভিজ্ঞতা। তবে খুশির খবর আমাদের সবারই করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। হয়তো সামনে আমরা অনুশীলন শুরু করবো। তবে কবে থেকে অনুশীলন করতে পারবেন সেটি নিশ্চিত করেননি তাসকিন। তাসকিন বলেন, বিসিবি আমাদের ঘরে অনুশীলন করা যায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আসলে এখানে সময়টা কাটছে পরিবারের সাথে কথা বলে, নামাজ ও ঘরে বসে যতটুকু অনুশীলন করা যায়।


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন শেষে দ্রুতই অনুশীলনে ফিরবে টাইগাররা এটাই প্রত্যাশা সকলের। - যমুনা টিভি অনলাইন