সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পেশোয়ার

ক্রিকেট দুনিয়া February 27, 2021 1,360
সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পেশোয়ার

পাকিস্তান সুপার লিগে চলছেই রানে ফোয়ারা। টুর্নােন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচই হয়েছে রান বন্যার, সপ্তম ম্যাচেও সেই চিত্র দেখা গেল। পেশোয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচটিতে দুদল মিলে করেছে ৪০০ রান। যা পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রানের ম্যাচ। রান বন্যার এই ম্যাচটিতে কোয়েটাকে ৩ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি।


ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে কোয়েটা। যেখানে সরফরাজ ৪০ বলে ৮১ ও আজম খান ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।


জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারেই ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পেশোয়ার। যেখানে হায়দার ২৯ বলে ৫০ ও ইমাম উল হক সর্বোচ্চ ৩০ বলে ৪১ রান করেন।


তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেষ দিকে ওয়াহাব ও রাদারফোর্ড। ৮ বলে ২০ রান করেন ওয়াহাব আর ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাদারফোর্ড।


এ জয়ে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডেও নাম লিখিয়েছে পেশোয়ার। এটি তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। র পিএসএল ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।


সংক্ষিপ্ত স্কোর:


কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৯৮/৭(২০)

সরফরাজ ৮১(৪০), আজম খান ৪৭(২৬)

সাকিব মাহমুদ ৩/৩৪


পেশোয়ার জালমি ২০২/৭(১৯.৩)

হায়দার আলী ৫০(২৯), ইমাম উল হক ৪১(৩০)

স্টেইন ২/৪৪।


সূত্রঃ স্পোর্টসজোন২৪