বাংলাদেশের অতিথিয়েতায় মুগ্ধ ক্যারিবিয়ানরা

ক্রিকেট দুনিয়া February 21, 2021 1,075
বাংলাদেশের অতিথিয়েতায় মুগ্ধ ক্যারিবিয়ানরা

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলটি টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে দেয়।


করোনার এ কঠিন সময়ে সফল আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানানোর পাশাপাশি টাইগারদের নিয়ে হোম সিরিজ আয়োজন করার আগ্রহ প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।’


বিসিবিকে পাঠানো চিঠিতে ধন্যবাদ জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী লিখেছেন- ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি।


মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি। আশা করি, এ সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪