অন্যের বউকে বিয়ে করায় নাসিরকে সুবাহ'র অভিনন্দন

খেলাধুলার বিবিধ February 20, 2021 2,201
অন্যের বউকে বিয়ে করায় নাসিরকে সুবাহ'র অভিনন্দন

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।


এমন খবর চাউর হয়েছে গণমাধ্যমে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তানিমার স্বামী দাবিকারী রাকিব। তিনি উত্তরা থানায় নাসিরের বিরুদ্ধে একটি জিডিও করেছেন।


এদিকে অন্যের বউ বিয়ে করায় নসিরকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক আলোচিত সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ। এই অভিনেত্রী গণমাধ্যমের একটি সংবাদ সোসাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন কিছুই বলার নেই বাই দ্যা ওয়ে অভিনন্দন।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন