আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্যে দল ঘোষণা করার কথা ছিল বুধবার (১৭ ফেব্রুয়ারি)। তবে দল ঘোষণা পেছানো হয়েছে দুইদিন। আগামীকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া হবে নিউজিল্যান্ড সফরের দল। কি কারণে দল ঘোষণা পেছালো তা এড়িয়ে গেলেও বলেছেন ক্রিকেটারদের করোনা টিকা নেওয়ার পর একদিন দেখেই দল ঘোষণা করবে বিসিবি।
কোভিডের কারণে এক বছরের বেশি সময় পর বিদেশ সফরে যাবে বাংলাদেশ। ভাইরাস থেকে বাঁচতে বিসিবি সভাপতি নিয়েছেন ভ্যাকসিন। এবার ক্রিকেটারদের নিউজিল্যান্ড সফরের আগে আজ ভ্যাকসিন নেওয়ার কথা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্ষত এখনো শুকোয়নি। হারের জ্বালায় জ্বলছে এখনো দল। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ নির্বাচক থেকে বোর্ড কর্তা। সবাই সমালোচনায় হচ্ছেন বিদ্ধ। ক্যারিবিয়ান সাগরে হাবুডাবু খাওয়ার পর এবার প্রস্তুতি তাসমান সাগরে। মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪