আইপিএলের প্লেয়ার ড্রাফট আজ, যখন যেভাবে সরাসরি দেখবেন

ক্রিকেট দুনিয়া February 18, 2021 3,452
আইপিএলের প্লেয়ার ড্রাফট আজ, যখন যেভাবে সরাসরি দেখবেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম বসতে যাচ্ছে আজ। করোনার কারণে ২০২০ আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার সব ঠিক থাকলে এপ্রিলে ভারতের মাটিতেই হবে আইপিএল।


তার আগে চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসবে ২০২১ আইপিএল নিলামের আসর। নিলাম শুরু হবে বাংলাদেষ সময় বিকেল ৩ টায়। যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।


আন্তর্জাতিক ও দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ২৯২জন ক্রিকেটার এই মহা নিলামে উঠবেন। যার মধ্যে আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারদের সংখ্যা ৬১। ফলে নিলাম আসরে সেরা ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে ঝড় উঠবে।


৮টি ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে মোট ১৯৬.৬ কোটি রুপি। যাদের মধ্যে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের কাছে রয়েছে সর্বাধিক ৫৩.২০ কোটি রুপি। রাজস্থান রয়্যালস (৩৭.৮৫), আরসিবি (৩৫.৪), সিএসকে (১৯.৯), মুম্বাই ইন্ডিয়ান্স (১৫.৩৫), দিল্লি ক্যাপিটালস (১৩.৪), সানরাইজার্স হায়দরাবাদ (১০.৭৫), কলকাতা নাইট রাইডার্সের হাতে (১০.৭৫) কোটি টাকা রয়েছে। এবার সেই টাকা কোন দল কীভাবে খরচ করে সেটাই দেখার।


এবারের আইপিএল নিলামে বাংলাদেশ থেকে আছেন চারজন ক্রিকেটার৷ তারা হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। - স্পোর্টসজোন২৪