চেন্নাই টেস্টে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক ভারত। প্রথম টেস্ট হারের পর ২য় টেস্টে সফরকারী ইংল্যান্ডের উপর ছড়ি ঘুরাচ্ছে কোহলির দল। প্রথম ইনিংসে পাওয়া বড় লিডটাকে কাজে লাগিয়ে ২য় ইনিংসে রুটদের ৫০০ ছুই ছুই লক্ষ্য দিয়েছে ভারত। আর এই পাহাড়সম টার্গেটের সামনে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে আশু পরাজয় ।
তবে চেন্নাই টেস্টে নতুন করে আলোচনায় এসেছে চিদাম্বোরামের উইকেট। সেই আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২য় ইনিংসে ব্যাটিং করার সময় ক্রিজের নিষিদ্ধ জায়গা দিয়ে দৌড়ে বিতর্কে জড়িয়েছেন স্বদেশী আম্পায়ার নিতিন মেননের সাথে। এর আগের টেস্টেও একই কান্ড ঘটিয়েছিলেন তিনি। আম্পায়ার বিতর্ক যেন পেশা বানিয়ে ফেলেছেন এই ব্যাটসম্যান। প্রশ্ন উঠছে তার স্পোর্টসম্যানশিপ নিয়ে।
চলতি টেস্টের ৩য় দিনে লাঞ্চ ব্রেকের ঠিক আগ মুহুর্তে ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ব্যাট করছিলেন কোহলি। এমন সময় রান নেয়ার জন্য উইকেটের বিপদজনক জায়গা দিয়ে দৌড়াতে শুরু করেন তিনি। ব্যাপারটাকে স্বভাবিকভাবেই ভালো চোখে দেখেননি ম্যাচের আম্পায়ার নিতিন মেনন।
কোহলিকে সতর্ক করতে আসলে উল্টো আম্পারের সাথেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কোহলি। মেনে নিতে পারেননি আম্পায়ারের অভিযোগ। যদিও বিষয়টি পরে আর বেশিদূর গড়ায়নি। তবে আম্পায়ার নিতিন মেনন ম্যাচ রেফারির কাছে নালিশ করলে বড় জরিমানার সাথে ডিমেরিট পয়েন্টও পেতে পারেন কোহলি।
এর আগে প্রথম টেস্টেও একই আম্পায়ারকে উদ্দেশ্য করে অশালীন বাক্য ব্যবহার করেছিলেন কোহলি। জো রুট রান নেয়ার সময় কোহলির মতই বিপদজনক জায়গা দিয়ে দৌড় শুরু করলে তা চোখ এড়িয়ে যায় মেননের। আর তাতেই ক্ষেপে যান ভারত অধিনায়ক।
স্ট্যাম্পের পাশে থাকা মাইক্রোফোনে ভেসে আসে কোহলির আওয়াজ। যেখানে কোহলিকে বলতে শোনা যায়, “এই মেনন এই মেনন, কী হচ্ছে? ওরা তো পিচের ওপর দিয়ে দৌড়াচ্ছে।” ইংল্যান্ডের ব্যাটসম্যানদের রান নেওয়ার সময় ক্রিজের ওপর দিয়ে দৌড়নো নিয়ে চরম অসন্তুষ্ট হন কোহলি।
আম্পায়ারকে তিনি অভিযোগ করতেই পারেন। কিন্তু সেটি হতে হবে শালীন ভাষায়। যেটি করেননি কোহলি। আম্পায়ারের সাথে বাজে আচরণের বিপক্ষে কোড অব কন্ডাক্ট আইন রেখেছে আইসিসি।
যা ভাঙলে শাস্তি পেতে হয় খেলোয়াড়কে। তবে আম্পায়ার মেনন ম্যাচ রেফারি শ্রীনাথকে সে যাত্রায় কোনও অভিযোগ জানাননি। এখন দেখার বিষয় ২য় বার এমন বিতর্কের পর ফের নিতিন মেনন মুখে কুলুপ এঁটেই থাকেন কিনা!
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি