সমতা নিয়েই চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, সেখান থেকে নিজেদের অবস্থান দৃঢ় করতে হলে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দ্রুত উইকেট তুলে নিতে হতো টাইগারদের। সেই কাজটা দুর্দান্ত ভাবেই করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
৬ উইকেটে ৯৮ রান নিয়ে মধ্যাহ্ন বিরতির পর ব্যাট শুরু করেন প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগানো ক্রুমাহ বোনার ও জশোয়া ডি সিলভা, দ্বিতীয় ইনিংসে তাদের জুটিকে হুমকি হতে দেননি তাইজুল ইসলাম। ২০ রান করা ডি সিলভাকে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে ফেরানোর পর ভয়ংকর আলজারি জোসেফকেও ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
নবম ব্যাটসম্যান হিসেবে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করা ক্রুমাহ বোনার নাঈম হাসানের বলে বোল্ড হয়ে গেলে অল আউট হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়, রাকিম কর্নওয়েলকে ১ রানে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানেই গুটিয়ে দেন নাঈম হাসান। প্রথম ইনিংসে ১১৩ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়ায় ২৩০ রান।