ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে রয়েছে ভারত। এহেন পরিস্থিতিতে চিপকে ব্রিটিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া হয়ে রয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ম্যাচের প্রথম দিনে পেন্ডুলামের কাঁটা দুই তরফেই ঝুঁকে রয়েছে বলা চলে। ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে। সে আমেজে চুন ফেলে দিয়েছেন তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরী।
চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ৭৫তম ওভারে ব্যাট করছিলেন অজিঙ্ক রাহানে। বল করছিলেন জ্যাক লিচ। সেই ওভারের একটি ডেলিভারি রাহানের ব্যাট এবং প্যাড ছুঁয়ে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে পৌঁছয়। ইংল্যান্ডে ক্রিকেটারের আবেদনে সাড়া দিয়ে ডিআরএস কল করেন ফিল্ড আম্পায়ার। ডিআরএস কলে রাহানেকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরী।
আর সেটাই ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। জায়ান্ট স্ক্রিণে স্পষ্ট দেখা যায় বল রাহানের ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে ফিল্ডারের হাতে পৌঁছায়। তা সত্ত্বেও ডিআরএস কলে ভারতীয় ব্যাটসম্যানকে নট আউট বলে ঘোষণা করা হলে মাঠেই প্রতিবাদ করে বসেন ব্রিটিশ অধিনায়ক। যদিও কয়েক বল পরেই আউট হয়ে সাজঘরে ফিরে যান রাহানে। ১৪৯ বলে ৬৭ রান করে আউট হন ভারতীয় ব্যাটসম্যান।
ঘটনায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরীর সিদ্ধান্তরে প্রতিবাদে সামিল হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪