আযান শুনে মাঠের মধ্যেই নামাযে দাঁড়িয়ে গেলেন রিজওয়ান

ক্রিকেট দুনিয়া February 13, 2021 2,542
আযান শুনে মাঠের মধ্যেই নামাযে দাঁড়িয়ে গেলেন রিজওয়ান

ক্রিকেট মাঠে মুসলিম ক্রিকেটারদের নামায আদায়ের দৃশ্য অনেকবারই হৃদয় কেড়েছে সবার। এবার আরেকবার সেই দৃশ্য দেখা গেল পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।


শনিবার (১৩ ফেব্রুয়ারী) লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। পাকিস্তানের ইনিংসের ১০ ওভার শেষে পানি পানের বিরতির সময় মাঠেই উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নামায আদায় করতে দেখা যায়।


ইনিংসের মাঝ পথে ড্রিংকস বিরতির সময় মাগরিবের আযান দেয় ও নামাযের সময় হয়। ফলে পানি পানের বিরতির সময় অন্যরা যখন পানি পানে ব্যস্ত তখন এই ফাঁকে মাগরিবের নামায আদায় করে নেন রিজওয়ান।এরপরই সেই দৃশ্যের ছবি ভাইরাল হয়।


উল্লেখ্য, এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ব্যাটিং করে টানা তৃতীয় ফিফটি তুলে নেন রিজওয়ান। এরই সাথে পাকিস্তানের প্রথম ওপেনার ও বিশ্বের তৃতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টানা তিন ফিফটির বেশি রান করার রেকর্ড গড়েন রিজওয়ান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪