দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান, সফরসূচি ঘোষণা

ক্রিকেট দুনিয়া February 13, 2021 1,012
দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান, সফরসূচি ঘোষণা

করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছিল পাকিস্তান। তবে সেই পাকিস্তানেই ১৪ বছর পর করোনার মধ্যেই সফরে আসে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সফরও শেষের দিকে। প্রোটিয়াদের পাকিস্তানে আসাতে তাদের কাছে কৃতজ্ঞ পিসিবি। সেই কৃতজ্ঞতার কথা মাথায় রেখে এবার পাকিস্তান সেই স্থগিত হওয়া সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে।


সফরের কথা আগেই জানানো হলেও এবার পুরো সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। গতকাল প্রকাশিত সূচি অনুযায়ী বেড়েছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা। তিনটির পরিবর্তে চারটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আর ওয়ানডে হবে ৩ ম্যাচের। দুই ফরম্যাট মিলিয়ে ৭ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ দিনের মধ্যেই।


গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। পরে কোভিডের হানায় স্থগিত করে দেওয়া হয় সিরিজটি।


তবে সে সময় জানানো হয়েছিল, নতুন সূচিতে ২০২১ সালের এপ্রিলে দেশটিতে খেলবে পাকিস্তান। শুক্রবার বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফিকা জানায়, আগামী ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে পাকিস্তান। সেখানে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে দলটিকে। এরপর ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টির সিরিজটি।


উল্লেখ্য, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে করোনাভাইরাসের এই সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান। কদিন আগে কোভিড-১৯ শঙ্কায় অস্ট্রেলিয়া অনির্দিষ্টকালের জন্য দেশটিতে সফর স্থগিত করে দেয়, যেটা হওয়ার কথা ছিল আগামী মার্চে।


পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি:

ম্যাচ ———- তারিখ ——–ভেন্যু

১ম ওয়ানডে – ২ এপ্রিল ২০২১ – সেঞ্চুরিয়ন।

২য় ওয়ানডে – ৪ এপ্রিল ২০২১ – জোহানসবার্গ।

৩য় ওয়ানডে – ৭ এপ্রিল ২০২১ – সেঞ্চুরিয়ন।


১ম টি-টোয়েন্টি – ১০ এপ্রিল ২০২১ – জোহানসবার্গ।

২য় টি-টোয়েন্টি – ১২ এপ্রিল ২০২১ – জোহানসবার্গ

১ম টি-টোয়েন্টি – ১৪ এপ্রিল ২০২১ – সেঞ্চুরিয়ন

১ম টি-টোয়েন্টি – ১৬ এপ্রিল ২০২১ – সেঞ্চুরিয়ন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪