অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গিয়ে দেখা দিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতি। ইঞ্জুরিতে পড়েছিল ৩-৪ জন ক্রিকেটার। ফলে ফিটনেসের ব্যাপারে আরও কড়াকড়ি নিয়ম আরোপ করেছে বিসিসিআই।
ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি নতুন পরীক্ষা নিয়ে এসেছে বিসিসিআই। যাতে ২ কিলোমিটার করে ৬ কিলো দৌড়াতে হবে নির্দিষ্ট সময়ের মাঝে। এই পরীক্ষা বাড়াবো ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস। তবে এই পরীক্ষায় ফেল করেছেন স্যামসনদের মত ফিটেস্ট খেলোয়াড়রাও।
বাদ পড়া ৬ জন হচ্ছেন সাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, নীতিশ রানা, রাহুল তেওয়াতিয়া, সিদ্ধার্থ কাল এবং জয়দেব উনাদকাট। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, “এমন ২০ জন ক্রিকেটারকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল, যাদের ইংল্যান্ডের বিরুদ্ধে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে।
তাদের মধ্যে ৬ জন পরীক্ষায় পাশ করতে পারেননি। আরও এক বার সুযোগ দেওয়া হবে, কারণ এবারই প্রথম বার এমন পরীক্ষার আয়োজন করা হয়েছিল।”
প্রথমবার ভারতে যখন ইয়ো ইয়ো টেস্ট নিয়া আসা হয়েছিল তখন ফেল করেছিলেন ইশান্ত শার্মার মত ক্রিকেটাররাও৷ ফলে নতুন এই পরীক্ষায় ফেল করা প্লেয়ারদের আরও একটি সুযোগ দিচ্ছে বিসিসিআই।
তবে পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। টেস্ট সিরিজ শেষে পরীক্ষা দিবেন টেস্ট দলের ক্রিকেটাররাও৷ ফেল করলে বাদ পড়বেন কোহলিরাও। - ডেইলি স্পোর্টস বিডি