ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া February 11, 2021 626
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেছেন বোনার। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। বোনার ৭৪ এবং ডি সিলভা ১৬ রান করে অপরাজিত রয়েছেন।


লাঞ্চ ব্রেক থেকে ফিরেই উইকেটে দেখা পেয়েছেন ফাস্ট বোলার আবু জায়েদ রাহি। ইনিংসের ৩৪ তম ওভারে শেন মোসলিকে ৭ রানে বোল্ড করেন আবু জায়েদ রাহি। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।


দলীয় ১০৪ রানের মাথায় বিপদজনক হয়ে ওঠার আগে তাকে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। ৪৭ রান করা এই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের ফেরান সৌম্য। এরপর দ্রুতই আরেক ব্যাটসম্যান কাল মায়ারসকে পাঁচ রানের প্যাভিলিয়নে ফেরেন আবু জাহেদ রাহি


টি ব্রেক থেকে ফিরে দেখে শুনে খেলতে থাকেন জার্মেইন ব্ল্যাকউড এবং এনক্রুমাহ বোনার। এই দুইজনের ৬২ রানের পার্টনারশিপ ভাঙ্গেন তাইজুল ইসলাম। ২৮ রান করা জার্মেইন ব্ল্যাকউডকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে প্যাভিলিয়নে ফেরান তিনি। তবে দিন শেষে আর কোন ওইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।


দিনের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত খেলতে থাকে। দলীয় ৬৬ রানে তারা প্রথম উইকেট হারায়। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল।


রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। তার ব্যাট থেকে এসেছে ৩৬ রান। প্রথম সেশন শেষে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯ রান করে ও মোরেলে ৬ রান করে অপরাজিত আছেন।


বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।


ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।


অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন পেসার কেমার রোচ। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার আলজারি যোসেফ।


প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।


প্রথমদিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ


ওয়েস্ট ইন্ডিজ ২২৩/৫ (ক্রেইগ ব্রাথওয়েট ৪৭, জন ক্যাম্পবেল ৩৬, শেন মোসলে ৭, এনক্রুমাহ বোনার ৭৩*, জার্মেইন ব্ল্যাকউড ২৮, জশোয়া ডি সিলভা ২২*, আবু জায়েদ রাহি ২/৪৬, তাইজুল ইসলাম ২/৬৪, সৌম্য সরকার ১/৩০)।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট, ডেইলি স্পোর্টস বিডি