চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ম টেস্টে পরাজয়ের পর আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে প্রায় অসাধ্য সাধন করে জেতা ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামছে টাইগারদের ধবলধোলাই করার মিশনে।
মিরপুর হের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশ একাদশ-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, ক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), রাখিম কর্নওয়াল, আলঝারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মায়ের্স।
সূত্রঃ ক্রিকেট৯৭