ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাই সিরিজে সমতা আনতে হলে অবশ্যই এই ম্যাচে জয়লাভ করতে হবে বাংলাদেশকে।
এদিকে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯:৩০ টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।
এদিকে আগামী কালকে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন নিশ্চিত। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম। এছাড়াও ইনজুরির কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান।সাকিব আল হাসান এর পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।
আগামীকাল তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এছাড়াও ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে একাদশে একজন বাড়তি ফাস্ট বোলার দেখা যেতে পারে।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট