অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ জানালো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া February 9, 2021 955
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ জানালো দক্ষিণ আফ্রিকা

করোনা ঝুঁকির আশংকায় দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। যার ফলে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাই এই বিষয়টি নিয়ে আইসিসির হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন জানিয়েছে তারা।


মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিলো অস্ট্রেলিয়ার। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত ছিলো এবং অস্ট্রেলিয়ার ফাইনালে উঠার দৌঁড়ে খুবই গুরত্বপূর্ণ ছিলো।


কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকা করোনার নতুন ধরণ এবং দ্বিতীয় ঢেউ আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ায়, খেলোয়াড়দের এবং সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সিরিজটি স্থগিতের ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।


ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিঠিতে অস্ট্রেলিয়ার সফর স্থগিতকে স্পোর্টসম্যানশীপের অবমাননা বলে অভিহিত করেছে তারা।


সেই সাথে কোনো কারণে সিরিজ বাতিল হলে আর্থিক ভাবে কম সচ্ছল বোর্ড গুলোর ক্ষতির দিকগুলো আইসিসির বিবেচনায় আনার আর্জি জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। - ডেইলি স্পোর্টস বিডি