ঘরের মাঠে ভারতকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া February 9, 2021 683
ঘরের মাঠে ভারতকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করলো ইংল্যান্ড

সফরকারী ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক ভারত। চেন্নাই টেস্টে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে ইংলিশরা জয় পেয়েছে ২২৭ রানে। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল জো রুটের দল।


৪২০ রানের বিশাল বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪র্থ দিনে রোহিত শর্মার উইকেট হারিয়ে ৩৯ রানে দিন শেষ করে ভারত। ৫ম দিনের শুরু থেকে স্বাগতিকদের উপর প্রভাব বিস্তার করে বোলিং করতে থাকে ইংলিশ বোলাররা।


প্রথম ইনিংসে রিশাব পান্টের কাছে বেধড়ক মার খাওয়া জ্যাক লিচ দ্বিতীয় ইনিংসে ছিলেন সপ্রতিভ। দিনের শুরুতে চেতেশ্বর পুজারাকে আউট করে দলকে জয়ের পথে এক ধাপ এগিয়ে দেন। পুজারার আউটের পর কিছুটা সময় শুবমান গিল ও ভিরাট কোহলির চমকপ্রদ ব্যাটিং দেখা যায়।


এরপর শুরু হয় জেমস অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি। সুইংয়ের মুন্সিয়ানা দেখিয়ে ভিরাট কোহলির শিবিরকে একদমই নাজেহাল করে দেন। অর্ধশতক পূর্ণ করার পর অ্যান্ডারসনের সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হন গিল। একই ওভারে আজিঙ্কা রাহানেকেও সুইংয়ে পরাস্ত করেন অ্যান্ডারসন। রিশাব পান্টকেও দ্রুতই ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের জয়ের পথ আরও সুগম করেন অ্যান্ডারসন।


বাকি সময়টুকুতে অধিনায়ক কোহলি একা লড়ে গেলেও সুন্দর,অশ্বিন কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলশ্রুতিতে মাত্র ১৯২ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। কোহলি সর্বোচ্চ ৭২ রান করেন। ইংলিশদের পক্ষে লিচ ৪টি ও অ্যান্ডারসন ৩টি করে উইকেট নেন।প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন ইংলিশ অধিনায়ক জো রুট।


সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড ১ম ইনিংস ৫৭৮/১০ (১৯০.১), বার্নস ৩৩, সিবলি ৮৭, লরেন্স ০, রুট ২১৮, স্টোকস ৮২, পোপ ৩৪, বাটলার ৩০, বেস ৩৪, আর্চার ০, লিচ ১৪*, অ্যান্ডারসন ১; ইশান্ত ২৭-৭-৫২-২, বুমরাহ ৩৬-৭-৮৪-৩, অস্বিন ৫৫.১-৫-১৪৬-৩, নাদিম ৪৪-৪-১৬৭-২


ভারত ১ম ইনিংস ৩৩৭/১০ (৯৫.৫), রোহিত ৬, গিল ২৯, পুজারা ৭৩, কোহলি ১১, রাহানে ১, পান্ট ৯১, সুন্দর ৮৫*, অস্বিন ৩১, নাদিম ০, ইশান্ত ৪, বুমরাহ ০; অ্যান্ডারসন ১৬.৫-৫-৪৬-২, আর্চার ২১-৩-৭৫-২, লিচ ২৪-৫-১০৫-২, বেস ২৬-৫-৭৬-৪


ইংল্যান্ড ২য় ইনিংস ১৭৮/১০ (৪৬.৩), বার্নস ০, সিবলি ১৬, লরেন্স ১৮, রুট ৪০, স্টোকস ৭, পোপ ২৮, বাটলার ২৪, বেস ২৫, আর্চার ৫, লিচ ৮*, অ্যান্ডারসন ০; অশ্বিন ১৭.৩-২-৬১-৬, নাদিম ১৫-২-৬৬-২, ইশান্ত ৭-১-২৪-১, বুম্রাহ ৬-০-২৬-১


ভারত ২য় ইনিংস ১৯২/১০ (৫৮.১), রোহিত ১২, গিল ৫০, পুজারা ১৫, কোহলি ৭২, রাহানে ০, পান্ট ১১, সুন্দর ০, অশ্বিন ৯, নাদিম ০, উশ্বিন ৯, নাদিম ০, ইশান্ত ৫*, বুমরাহ ৪; আর্চার ৯.১-৪-২৩-১, লিচ ২৬-৪-৭৬-৪, অ্যান্ডারসন ১১-৪-১৭-৩, বেস ৮-০-৫০-১, স্টোকস ৪-১-১৩-১


ফলাফলঃ ইংল্যান্ড ২২৭ রানে জয়ী

ম্যাচসেরাঃ জো রুট (ইংল্যান্ড)।


সূত্রঃ ক্রিকেট৯৭