আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া February 8, 2021 785
আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠলো পাকিস্তান

করাচির প্রথম টেস্ট ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। আর আজ (সোমবার) রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট স্বাগতিকরা জিতলো ৯৫ রানে। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সমান্তরালে ১৮ বছরের অপেক্ষা শেষে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতলো তারা।


অথচ এই টেস্টে দক্ষিণ আফ্রিকা ছিল চালকের আসনে, সেই তারাই ৩৩ রান তুলতে হারালো শেষ ৭ উইকেট! হাসান আলীর গতিঝড়ে ছোঁ মেরে জয় তুলে নিলো পাকিস্তান। আর জয় তুলে নেওয়ার সাথে সাথে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠলো পাকিস্তান।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতেই দুই ধাপ এগিয়েছে বাবর আজমের দল। সপ্তম স্থান থেকে উঠে পঞ্চম স্থানে। এখন পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়েছে ৯০। এই সিরিজের আগে পঞ্চম স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা।


কিন্তু হোয়াইটওয়াশ হয়ে এখন ষষ্ঠ স্থানে প্রোটিয়ারা। তাদের রেটিং ৮৯। সেই সাথে একধাপ পিছিয়ে শ্রীলঙ্কাও। ৮৩ রেটিং নিয়ে তারা আছে সপ্তম স্থানে। এছাড়া প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে ভারত। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪