ঢাকা টেস্টের আগে বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল

ক্রিকেট দুনিয়া February 8, 2021 649
ঢাকা টেস্টের আগে বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে মাঠে ছেড়েছিলেন সাকিব আল হাসান। সবাই প্রত্যাশায় ছিল ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে বাইশ গজে ফিরবেন তিনি। কিন্তু মাঠে ফিরলেও ফেরা হয়নি ব্যাট-বল হাতে। সেই সাথে বাজেভাবে হেরেছে প্রথম টেস্ট।


চট্টগ্রাম টেস্টের পর সবাই সাকিবকে নিয়ে ঢাকা টেস্টে আশায় থাকলেও বড় দুঃসংবাদ এসেছে তার খেলা নিয়ে। ঢাকা টেস্টে খেলা হচ্ছে না নিষেধাজ্ঞা থেকে ফিরেই প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো এই অলরাউন্ডার।


কুঁচকিতে চোট পাওয়া সাকিবকে নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, “ ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলবেন না সাকিব আল হাসান।”


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজের লক্ষ্য ছিল ৩৯৫ রান। রবিবার শেষ দিনেই ৭ উইকেটে দরকার ছিল ২৮৫ রান। তিন সেশন আর এত রানের পুঁজি নিয়েও উইন্ডিজকে ঠেকাতে পারেননি বাংলাদেশের বোলাররা।


প্রথম দুই সেশনে উইকেট পড়তে না দেখে অস্থিরতা বেড়ে যায় বাংলাদেশের। চোট নিয়ে নামতে না পারার হাহাকার বোঝা যায় মাঠের বাইরে থাকা সাকিব চেহারায়। চা-বিরতির সময় মাঠে ঢুকে উইকেটও দেখে যান তিনি। পরে পুরো দলকে সামনে নিয়ে কিছু একটা বলতে দেখা যায় সাকিবকে। লাভ হয়নি তাতেও।


কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের রেকর্ডময় ইনিংস আর এনক্রুমা বোনারের দৃঢ়তায় বিস্ময় জাগিয়ে ম্যাচ বের করে নেয় ক্যারিবিয়ানরা। মায়ার্স যখন একের পর এক ছক্কায় ম্যাচটা শেষের দিকে নিয়ে যাচ্ছেন, তখন সাকিবকে পাওয়া যায় সীমানার বাইরে বিমর্ষ চেহারায়। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়েন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪