ম্যাচ হারের কারন হিসেবে যাদের দায়ী করলেন মুমিনুল

ক্রিকেট দুনিয়া February 8, 2021 457
ম্যাচ হারের কারন হিসেবে যাদের দায়ী করলেন মুমিনুল

চট্টগ্রাম টেস্টে ৪ দিন রাজত্ব করেছে বাংলাদেশ। ৫ম দিনে এসে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। অন্যদিকে দৃঢ় মনোবল আর আর শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে সফরকারীরা। ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য যা কিনা এশিয়ার মাটিতে সবচেয়ে বড় টার্গেট টপকে জেতার রেকর্ড করেছে ওয়েস্ট ইন্ডিজ।


যেটি সম্ভব হয়েছে কাইল মায়ের্সের অতিমানবিয় ইনিংসের কারণে। খেলেছেন অপরাজিত ২১০ রানের ম্যারাথন ইনিংস। তবে ম্যাচ হারের পিছনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের যতখানি কৃতিত্ব আছে, ততখানি বাংলাদেশের বোলার আর ফিল্ডারদেরও দায় দেখছেন অধিনায়ক মুমিনুল হক।


ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, “মায়ের্স এবং বোনার খুব ভাল খেলেছেন। তবে আমরা সম্ভাবনা তৈরি করতে পারিনি এবং বোলাররাও সঠিক জায়গায় বোলিং করেনি। তবে কৃতিত্ব তাদের ব্যাটসম্যানদেরই। বল এটি ঘুরছিল এবং আমরা কিছুটা সম্ভাবনা তৈরি করেছিলাম, তবে শেষ পর্যন্ত আমরা সেই সম্ভাবনাগুলি গ্রহণ করতে পারিনি।”


তবে প্রথম ইনিংস সহ বাংলাদেশ যে ৪ দিন অধিপত্য বিস্তার করে খেলেছে সেটিই এখন অনুপ্রেরণা ধরে পরের টেস্টের দিকে নজর দিতে চান মুমিনুল। তিনি আরও বলেন, “আমরা প্রথম ইনিংসে ভাল খেলেছি, এবং প্রথম চার দিন আধিপত্য বিস্তার করে খেলেছি।


প্রথম চার দিনের মধ্যে মেহেদি দুর্দান্ত খেলেছে এবং ব্যাট এবং বলের সাথে আধিপত্য বিস্তার করেছিল। পজেটিভ দিক হিসেবে যেটি পরবর্তী টেস্টে নিয়ে যেতে পারি। এক বছর পর টেস্ট খেলা কঠিন ছিল। আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হয়েছিল।”


ম্যাচের শেষের দিকে মাঠে ছিলেন না মুমিনুল। হাতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেই সময় অধিনায়কত্ব সামলেছিলেন তামিম ইকবাল। অনেকের সংশয় জেগেছিল, পরের টেস্টে মুমিনুল খেলতে পারবেন কি। মুমিনুল জানিয়েছেন তিনি ফিট আছেন। খেলবেন ঢাকা টেস্টে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি