নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শেষ করে বাংলাদেশ দল কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে।
আর আগের দেওয়া সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩, ১৭ ও ২০ মার্চ। তবে নতুন প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজ আরম্ভ হবে ২০ মার্চ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।
ওয়ানডে সিরিজ শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে পরিবর্তন করা হয়নি টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু। দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি আরম্ভ হবে ২৮ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং পহেলা এপ্রিল।
এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি –
ওয়ানডে সিরিজ :-
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজ:-
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড
সূত্রঃ স্পোর্টসজোন২৪