টি-টেন লিগের চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়র্স

ক্রিকেট দুনিয়া February 7, 2021 727
টি-টেন লিগের চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়র্স

টি-টেন লিগের চতুর্থ আসরের শিরোপা জিতল ক্যারিবিয়ানদের দল নর্দান ওয়ারিয়র্স। আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর দলকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পুরান-সিমন্সরা।


আবু ধাবিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে খুব এক চার ছক্কার ঝড় দেখা যায়নি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৮২ রান সংগ্রহ করে দিল্লি বুলস। যেখানে সর্বোচ্চ ২১ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। নর্দানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মহেষ থিকসানা।


জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি নর্দানকে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় তারা। সর্বোচ্চ ২৭ রান করেন ওয়াসিম মোহাম্মদ। ১৬ রানে অপরাজিত ছিলেন পাওয়েল। অধিনায়ক পুরান করেন ৯ রান।


সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি বুলস ৮২/৯(১০)

নবী ২১(১০), গুরবাজ ১৩(৭)

মহেষ থিকসানা ৩/১৪


নর্দান ওয়ারিয়র্স ৮৫/২(৮.২)

ওয়াসিম মোহাম্মদ ২৭ (২২), পাওয়েল ১৬(৮)*

শিরাজ আহমেদ ১/১৮।


সূত্রঃ স্পোর্টসজোন২৪