দেশের মাটিতে সাদা পোশাকে সব সময় যেকোন দলের জন্যই ভয়ঙ্কর বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে টাইগারদের ফলাফলটা লাল বলে রঙহীন। ম্যাচের ফলাফল নিজেদের অনুকুলে না আসলেও বিদেশের মাটিতে সবচেয়ে সফল ব্যাটসম্যানদের তালিকার সেরা দশে আছেন বাংলাদেশের তিনজন।
এমনকি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উপরে অবস্থান করছেন দেশের সেরা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
সব শেষ পাঁচ বছরের কমপক্ষে ৫০০ রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় আছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের। ঘরের বাইরে ১৮ টেস্টে ৮টি সেঞ্চুরি হাঁকানো ডানহাতি এই ব্যাটসম্যানের গড় ৬৩.৮৪।
এর পরেই আছেন টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ অধিনায়ক জো রুট। ২৮ ম্যাচে প্রায় ৪৯ গড়ে রুটের সংগ্রহ ২৫০০+ রান। ভারতের বিপক্ষে চেন্নাইয়ে দ্বিশতকের পথে আছেন ব্যাটসম্যান। হাকিয়েছেন শততম টেস্ট ম্যাচে শতক। সবমিলে শেষ ৫ বছরে দেশের বাইরে এই ব্যাটসম্যানের শতক সংখ্যা ৭টি।
এর পরেই আছেন ২০১৯ বিশ্বকাপের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় কেন উইলিয়ামসন। ১৩ টেস্টে ৪৭.৯০ গড়ে ২ শতকের বিনিময়ে উইলিয়ামসন করেছেন ৯৫৮ রান। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এর পরেই আছেন দেশের বাইরে ব্যর্থ বাংলাদেশেরই ৩ ব্যাটসম্যান- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং সৌম্য সরকার।
তালিকার চার নাম্বারে থাকা মুশফিকের রান ৮৫২। ৪৭.৩৩ গড়, আর দুই শতকের বিনিময়ে এই রান করতে মুশফিক খেলেছেন ১০ টি টেস্ট। এরপরেই আছেন সাকিব আল হাসান। ৭ টেস্টে ২ শতক আর ৪৮.২৮ গড়ে সাকিবের রান ৬৪৮। আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের দুর্দান্ত ইনিংস।
এর পরেই আছেন কোহলি, রাহানে, ম্যাথুসরা। তালিকার ১০ নাম্বারে থাকে সৌম্য সরকারের রানও ৪১.৭১ গড়ে ৫৮৪। আছে নিউজিল্যান্ডের মাটিতে ১৪৯ রানের ইনিংস। বলার অপেক্ষা রাখে না, বিদেশের মাটিতে আরও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বাংলাদেশ কতটা ভালো করতে পারে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪