শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান

ক্রিকেট দুনিয়া February 6, 2021 574
শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে ক্যারিবীয়রা। জয়ের জন্য শেষ দিন তাদের প্রয়োজন ২৮৫ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ৭ উইকেট।


প্রথম টেস্টের চতুর্থ দিন ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন মুমিনুল হক ও লিটন দাস। উইকেটের চারদিকে বাহারি সব শত খেলে ক্যারিয়ারের দশম শতক তুলে নেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল। এছাড়া ফিফটি করেন লিটন।


এই দুজনের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে টাইগাররা। ফলে জয়ের জন্য উইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রান।


উইন্ডিজের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। প্রথমে ক্যাম্পবেলকে ব্যক্তিগত ২৩ রানে লেগ বিফোরের শিকার করেন মিরাজ। এরপরই মিরাজের বলে ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ব্র্যাথওয়েট।


এরপর শেন মোসলেকে লেগ বিফোর করে সাজঘরে ফেরান মিরাজ। কিছু ক্যাচের সুযোগ পেলেও সেসব কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে দিনের শেষটা অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন ক্রুমাহ বোনার ও কাইল মেয়ার্স। দুজনে গড়েছেন ৫১ রানের জুটি। তাদের দৃঢ়তায় ১১০ রানে দিন শেষ করে ক্যারিবীয়রা।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ