আইপিএলে নিবন্ধন করা ৫ বাংলাদেশি ক্রিকেটারের তালিকা

ক্রিকেট দুনিয়া February 6, 2021 2,621
আইপিএলে নিবন্ধন করা ৫ বাংলাদেশি ক্রিকেটারের তালিকা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগ আইপিএল, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ক্রিকেটারদের নিলাম। যেখানে নাম নিবন্ধন করেছেন ২৮৩ বিদেশি ক্রিকেটার, সেই তালিকায় আছে ৫ জন বাংলাদেশি ক্রিকেটারও।


গতকাল আইপিএলে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের সংখ্যা প্রকাশের পরই সবার আগ্রহ কোন ৫ বাংলাদেশি ক্রিকেটার উঠছেন বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ টি-টুয়েন্টি লিগের নিলামে। প্রথমে সেই ৫ ক্রিকেটারের নাম জানা না গেলেও শেষ পর্যন্ত সেই ক্রিকেটারদের নাম জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।


নিউ এজ’কে আকরাম খান জানিয়েছেন নিবন্ধন করা সেই ৫ ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সৌম্য সরকার। আগামী ১৮ ফেব্রুয়ারি তাদের নিলামে তোলা হতে পারে, বাংলাদেশি ভক্ত-সমর্থকদের আগ্রহও থাকবে তাদের ঘিরেই।


আইপিএলের ক্রিকেট কমিটি এক বিবৃতিতে জানিয়েছেন আসন্ন আসরে খেলার জন্য মোট ১০৯৭ ক্রিকেটার নাম নিবন্ধন করেছে, যার মধ্যে ২৮৩ জন বিদেশি। ৫ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসান বিশেষ ভাবেই নিলামে উঠবেন, নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তি মূল্যের ১১ ক্রিকেটারের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডারও একজন।


আইসিসির নিষেধাজ্ঞার কারণে আইপিএলের সর্বশেষ নিলামে ছিলেন না সাকিব আল হাসান, নিলামে দল না পেলেও পরে মুস্তাফিজুর রহমানকে দুই দল নিতে আগ্রহ দেখালেও শ্রীলংকা সফরের জন্য তাকে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ ক্রিকেটারের মধ্যে সাকিব আইপিএলের নিয়মিত মুখ, মুস্তাফিজও একাধিক বার খেলেছেন।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি