অতিরিক্ত সময়ে রিভিউ নিয়েও বাঁচতে পারলো না মুশফিক

ক্রিকেট দুনিয়া February 6, 2021 575
অতিরিক্ত সময়ে রিভিউ নিয়েও বাঁচতে পারলো না মুশফিক

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে প্রথম ঘন্টাতেই মুশফিকুর রহিমকে হারিয়েছে বাংলাদেশ দল, তবে অপর প্রান্তে দলকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।


২৯ তম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ দলের অফ-স্পিনার রাকিম কর্নওয়েলের নিচু হয়ে যাওয়া বলে লেগ-বিফোরের ফাদে পড়েন মুশফিকুর রহিম।


ক্যারিবিয়ানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ হাতে থাকা সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন কি-না সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন মুশফিক ও মুমিনুল।


তবে আলোচনাটা দীর্ঘ হওয়ায় রিভিউ নেওয়ার জন্য নির্দিষ্ট ১৫ সেকেন্ড পেরিয়ে যায়, হয়তো না জেনেই তবুও রিভিউয়ের আবেদন করেন মুশফিকুর রহিম।


সময় পেরিয়ে গেলেও মুশফিকুর রহিমের আবেদন গ্রহণ করে আউট সঠিক কি-না সেটা দেখা হয়, নির্দিষ্ট সময়ের পরে রিভিউ নিয়েও বাচতে পারেননি মুশফিক।


আম্পায়ার্স কলে ৪৮ বলে ১৮ রানেই ফিরে যযেতে হয়েছে মুশফিকুর রহিমকে, বাংলাদেশ ৭৩ রানে ৪ উইকেট হারিয়েছে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি