ব্যথা থাকায় তৃতীয় দিন মাঠে নামেননি সাকিব

ক্রিকেট দুনিয়া February 5, 2021 604
ব্যথা থাকায় তৃতীয় দিন মাঠে নামেননি সাকিব

কুঁচকিতে চোট পাওয়া তৃতীয় দিন সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ দল। সাকিবকে নেয়া হয়েছে স্ক্যান করাতে।

দল সূত্রে জানা গেছে, সাকিব দলের সঙ্গে মাঠে এলেও সকালে ওয়ার্মআপের সময় চোটের জায়গায় অস্বস্তি বোধ করলে তাকে ম্যাচে না নামানোর সিদ্ধান্ত হয়।


এর আগে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান সাকিব। গতকাল টেস্টের দ্বিতীয় দিন বোলিং করতে গিয়ে ফিরে আসে সেই চোট।


সাকিবের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সকালে বলেছিলেন, ‘সাকিবের একটু ব্যথা আছে। আজ আমরা একটা স্ক্যানও করতে পারি। শুক্রবার সব বন্ধ থাকায় একটু সমস্যা আছে। যদি ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো একটা স্ক্যান করব’।


পরে জানা গেছে, দিনের খেলা শুরু হওয়ার পর স্থানীয় এক হাসপাতালে সাকিবকে স্ক্যান করাতে নেয়া হয়েছে। তিনি আবার মাঠে নামবেন কিনা, সেটি নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। তবে অবস্থা যা, তাতে আজ তার মাঠে নামার সম্ভাবনা কমই।


সকালে সাকিব নিজেই ফিজিওকে জানিয়েছেন তার ব্যথার কথা। এরপর ঝুঁকি এড়াতেই তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান করার পর কাল ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব।


সাকিবকে ছাড়াই তৃতীয় দিন শুরু করে অবশ্য শুরুটা খারাপ হয়নি বাংলাদেশ দলের। দিনের শুরুতেই এনক্রুমা বোনারকে ফিরিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। - ডেইলি বাংলাদেশ