টি টেন ক্রিকেট লিগের আজকের দিনের প্রথম ম্যাচে বাংলা টাইগার মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ান্সের। দুই দলেই রয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটার। বাংলা টাইগার শ্রফ হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান। অন্যদিকে মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এছাড়াও এই দলের হয়ে খেলছেন মুক্তার আলী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৬:১৫ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে কালান্দার্স মুখোমুখি হবে টিম আবু ধাবির। ম্যাচটি শুরু হবে রাত ৮:১৫ মিনিটে। এবং দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লী বুলস মুখোমুখি হবে নর্দার্ন ওয়ারিয়র্সের। - বাংলাওয়াশ ক্রিকেট