টি-টেন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দিল্লি বুলসের মুখোমুখি হয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। ম্যাচটিতে আগে ব্যাট করতে অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ২২ বলে অপরাজিত ৩৪ রানে ভর করে ৪ উইকেট ৮৭ রান সংগ্রহ করেছে মারাঠা অ্যারাবিয়ান্স। জবাবে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছেন দিল্লি বুলস।
আবু ধাবিতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে মারাঠা অ্যারাবিয়ান্স। কোন রানের আগেই ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা ওপেনার আব্দুল শাকুর। দ্রুতই ফেরেন লরি ইভান্স-মোহাম্মদ হাফিজও। ফলে ৩.৩ ওভারেই ২৬ রানেই ৩ উইকেট হারায় মারাঠা।
এরপর ব্যাটিংয়ে নেমে ওপেনার জাভেদ আহমাদীকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্রাভো-আলি খানদের একের পর এক বাউন্ডারি মেরে দ্রুত রান তুলে দলকে টেনে তোলেন।
শেষ পর্যন্ত ২২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দিল্লির ওপেনারকে গুরবাজকে ফিরিয়ে ভাল সূচনা পায় মারাঠা। কিন্তু এরপরই ঝড় তোলেন আরেক ওপেনার ইভেন লুইস ও রবি বোপারা। দুজনে গড়েন ২৮ বলে ৮৫ রানের জুটি। ১৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ইভেন লুইস আর ১২ বলে ২৮ রানে অপরাজিত থাকেন রবি বোপারা।
অল্প রানের পূজিতে অধিনায়ক মোসাদ্দেকের আস্থার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে দুই স্বদেশী সোহাগ গাজী ও মুক্তার আলী। ১ ওভার বোলিংয়ে ১৫ রান দেন সোহাগ গাজী। আর পঞ্চম ওভারে বল করতে এসে ৩৩ রান দেন মুক্তার আলী। আর সেই ওভারেই জিতে যায় দিল্লি।
সংক্ষিপ্ত স্কোরঃ
মারাঠা অ্যারাবিয়ান্স ৮৭/৪(১০ ওভার)
মোসাদ্দেক ৩৫(২২)*, জাভেদ আহমাদি ২৪(১৯)
আহমেদ বাট ১/৭
দিল্লি বুলস ৮৯/১(৫ ওভার)
লুইস ৫৫(১৬)*, বোপারা ২৮(১২)*
ইয়ামিন ১/১২।
সূত্রঃ স্পোর্টসজোন২৪