কালান্দার্সের কাছে হেরে গেল নাসিরের পুনে ডেভিলস

ক্রিকেট দুনিয়া January 29, 2021 633
কালান্দার্সের কাছে হেরে গেল নাসিরের পুনে ডেভিলস

টি-টেন লিগে জয় দিয়ে যাত্রা শুরু করা পুনে ডেভিলস দ্বিতীয় ম্যাচে জিততে পারলনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কালান্দার্সের কাছে ৯ উইকেটে হেরে গেল নাসির হোসেনের দল। আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে আবু ধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নামে পুনে।


ওপেনার টম কোলারের ব্যাটে ভাল সূচনা পায় দলটি। ঝড়ো ব্যাটিং করেন দারউইশ রাসুলিও। দুজনের ব্যাটে ভর করে ২ উইকেটে ১০৭ রান তোলে পুনে ডেভিলস। ২৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন টম ও ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন রাসুলি।


জবাবে ব্যাট করতে নেমে টম ব্যান্টনের ব্যাটে ঝড়ে ৩ ওভারেই ফিফটি পূরণ করে কালান্দার্স। আজও শুরুতে বল হাতে আসেন পুনে অধিনায়ক নাসির। কিন্তু আজ সুবিধা করতে পারেননি। ১ ওভারেই দেন ২১ রান।


পুনে ডেভিলস বোলারদের পিটিয়ে ৭.১ ওভারেই জয় তুলে নেয় কালান্দার্স। ১৮ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন টম ব্যান্টন। ১৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন কালান্দার্স অধিনায়ক সোহেল আকতার।


সংক্ষিপ্ত স্কোর:

পুনে ডেভিলস ১০৭/২(১০ ওভার)

টম কোলার ৫৪(২৮), রাসুলি ৩৯/(২৪)

সুলতান ১/১২


কালান্দার্স ১০৮/১(৭.১ ওভার)

ব্যান্টন ৪৫(১৮), সোহেল ৩৩(১৩)

আনসারী ১/২২।


সূত্রঃ স্পোর্টসজোন২৪