টি-টেন লিগে আজ আবার মাঠে নামছে নাসির-মোসাদ্দেকের দল

ক্রিকেট দুনিয়া January 29, 2021 667
টি-টেন লিগে আজ আবার মাঠে নামছে নাসির-মোসাদ্দেকের দল

টি টেন ক্রিকেট লীগে গতকাল উদ্বোধনী দিনে জয় তুলে নিয়েছে নাসির হোসেনের দল পুনে ডেভিলস এবং মোসাদ্দেক হোসেনের দল মারাঠা অ্যারাবিয়ান্স। এদিকে টি টেন ক্রিকেট লিগে আজকের দিনেও রয়েছে তিনটি খেলা।


প্রথম ম্যাচে সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে নাসির হোসেনের দল পুনে ডেভিলস বনাম কালান্দার্স। দিনের দ্বিতীয় ম্যাচের রাত ৮ টা ১৫ মিনিটে মোসাদ্দেক হোসেনের দল মারাঠা অ্যারাবিয়ান্স মুখোমুখি হবে দিল্লী বুলস। দিনের তৃতীয় ম্যাচে রাত ১০ টা ১৫ মিনিটে মুখোমুখি হবে ডেকান গ্ল্যাডিয়েটরস বনাম টিম আবুদাবি।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট