ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট র্র্যাংকিংয়ের হিসাব নিকাশ

ক্রিকেট দুনিয়া January 27, 2021 841
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট র্র্যাংকিংয়ের হিসাব নিকাশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার দুই ম্যাচের টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ‌ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি। এই সিরিজ বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।


বিশেষ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ জয়লাভ করতে পার তাহলে আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে ১১ পয়েন্ট যুক্ত হবে বাংলাদেশের। বর্তমানে আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।


অন্যদিকে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে যদি বাংলাদেশে দুই ম্যাচেই জয়লাভ করে তাহলে ১১ রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৬৬। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ৭ পয়েন্ট কমে হবে ৭০।


আর যদি এই সিরিজ দুই দল একটি করে ম্যাচ জয়লাভ করে তাহলে বাংলাদেশের খাতায় যোগ হবে ৪ রেটিং পয়েন্ট। অন্যদিকে ২ রেটিং পয়েন্ট হারাবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ যদি এই সিরিজে ১-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে বাংলাদেশের খাতায় যোগ হবে ৯ রেটিং পয়েন্ট।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট