নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া January 27, 2021 1,369
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশিত ছিল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


২২ ফেব্রুয়ারী থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ম্যাথু ওয়েডকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে। এই দলে নতুন মুখ ৩ জন। প্রথমবারে মতো দলে ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার তানভীর সাঙ্গা। বাকী দুজন হলেন উদ্বোধনী ব্যাটসম্যান জস ফিলিপ এবং পেসার রিইলি মেডেরিথ।


নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড, এ্যাস্টন আগার, জেসন বেভেনড্রফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডর্মট, রিইলি মেডেরিথ, জস ফিলিপ, জে রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডেনিয়েল স্যামস, তানভীর সাঙ্গা, ডার্কি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাস্টন টার্নার, এন্ড্রু টাই, এবং এ্যাডম জাম্পা।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি