তিন ম্যাচ সিরিজের তিনটিতেই হেরে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রশিদ খানের অলরাউন্ডিং পারফরম্যান্সে ৩৬ রানে জয় পায় স্বাগতিক আফগানরা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে আফগানিস্তান। দলের পক্ষে ৩ ছক্কা ও ৩ চারে ৪০ বলে ৪৮ রান করেন রশিদ খান। এছাড়া আজগর আফগান ৪১, গুলবাদন ৩৬ ও নাবী করেন ৩১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাক টু ব্যাক শতক হাঁকান ওপেনার পল স্টার্লিং। কিন্তু ব্যর্থ ৬ ছক্কা ও ৯ চারে ১১৯ বলে ১১৮ রানের ইনিংস। ৪৭.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৩৯ রান। আইরিশদের পক্ষে এছাড়া টেক্টর করেন ২৪, ট্রাকার ২২ ও সিমি সিং করেন ২০ রান।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পর বল হাতেও ঝলক দেখান রশিদ খান। ২৯ রান খরচায় তিনি নেন ৪ উইকেট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪