যেমন হতে পারে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

ক্রিকেট দুনিয়া January 26, 2021 1,165
যেমন হতে পারে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রদোষে দিয়েছে জুড়ে আধিপত্য বিস্তার করে ৩-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে তামিম বাহিনী। বিশ্বকাপ সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ।


এবার বাংলাদেশের সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখান থেকে ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।


যতটুকু জানা গেছে আগামী ৩১ শে জানুয়ারি ঘোষণা করা হবে টেস্ট স্কোয়াড। প্রস্তুতি ম্যাচের পরে চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। স্কোয়ারে চমক হতে পারে তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে চমৎকার বলেছেন তিনি। তবে শুধু স্কোয়াডেও নয় দেখা যেতে পারে একাদশেও। এছাড়াও স্কোয়াডে দেখা যেতে পারে ইয়াসির রাব্বিকে।


ওয়ানডে ক্রিকেটের দল থেকে অনেকগুলি পরিবর্তন রয়েছে টেস্ট স্কোয়াডে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশ দলে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক মমিনুল হক সহ টেস্ট স্কোয়াডে দেখা যেতে পারে সাদমান ইসলাম এবং সাইফ হাসানকে। এছাড়াও স্পিনার নাঈম হাসান এবং দুই ফাস্ট বোলার আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন থাকছেন টেস্ট স্কোয়াডে।


টেস্টের সম্ভাব্য স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, ইয়াসির রাব্বি।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট