ওয়ানডে সিরিজ শেষে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকা

ক্রিকেট দুনিয়া January 26, 2021 907
ওয়ানডে সিরিজ শেষে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকা

এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসা তারুণ্য নির্ভর ওয়েস্ট ইন্ডিজ দল হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। তাতে ৩-০ তে সিরিজ নিশ্চিত হয় টাইগারদের।


সিরিজ শেষে একনজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচ রান সংগ্রাহক ও উইকেট শিকারীর তালিকা-


১। তামিম ইকবালঃ

ম্যাচ ৩, রান ১৫৮(২২৫), গড় ৫২. ৬৬, বেস্ট ৬৪, হাফ সেঞ্চুরি ২, স্ট্রাইক রেট ৭০.২২ চার ১৩, ছক্কা ২.


২। রোভমান পাওয়েলঃ

ম্যাচ ৩, রান ১১৬(১৪৬), গড় ৩৮.৬৬, বেস্ট ৪৭, স্ট্রাইক রেট ৭৯.৪৫, চার ৬, ছক্কা ৫।


৩। সাকিব আল হাসানঃ

ম্যাচ ৩, রান ১১৩( ১৭৪) গড় ৫৬. ৫০, বেস্ট ৫১, স্ট্রাইক রেট ৬৪.৯৪, চার ৮।


৪। মুশফিকুর রহিমঃ

ম্যাচ ৩, রান ৯২(১১১), গড় ৯২,হাফ সেঞ্চুরি ১, বেস্ট ৬৪, স্ট্রাইক রেট ৮২.৮৮, চার ৫, ছক্কা ২।


৫। মাহমুদউল্লাহ রিয়াদঃ

ম্যাচ ৩, রান ৭৩(৫৯), হাফ সেঞ্চুরি ১, বেস্ট ৬৪*, স্ট্রাইক রেট ১২৩.৭২, চার ৪, ছক্কা ৩।


সূত্রঃ স্পোর্টসজোন২৪