ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সেই সাথে এই সিরিজ বিশ্বকাপ সুপার লিগের হওয়ার কারণে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠার। বিশ্বকাপ সুপার লিগের টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া।
৬ ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর পয়েন্ট টেবিল দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের নেট রান রেট পয়েন্ট ০.৭৯।
এরপরই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে তামিম বাহিনী। টাইগারদের সামনে হয়েছে দুই নম্বর ওঠার হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে জয়লাভ করতে পারলে ইংল্যান্ডের থেকে নেট রানরেট পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে বাংলাদেশ।
এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট পয়েন্ট ১.৩৭৯। এই মুহূর্তে বাংলাদেশের পরেই পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে পাকিস্তান। তারা জয়লাভ করেছে দুটি ম্যাচে। এছাড়াও একটি করে ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলে পরবর্তী স্থান গুলিতে রয়েছে আফগানিস্তান জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।
তবে এক ম্যাচে জয়লাভ করলেও ৯ পয়েন্ট নিয়ে তালিকা অষ্টম স্থানে রয়েছে ভারত। তবে এখনো পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগের কোন ম্যাচ খেলা হয়নি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার।
এদিকে দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট