তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তন আসবে দলে জানালেন তামিম

ক্রিকেট দুনিয়া January 23, 2021 626
তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তন আসবে দলে জানালেন তামিম

দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর এক ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের যাত্রা শুরু তামিম ইকবালের। প্রথম দুই ম্যাচে জয় তুলে সিরিজও ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ।


এদিকে লো স্কোরিং ম্যাচে টাইগার বোলারদের দারুণ বোলিংয়ের কারণে একাদশে সুযোগ মিলছেনা তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনের মত খেলোয়াড়দের।


তবে অধিনায়ক তামিম মনে করেন এটি দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করছে। তামিম জানিয়েছেন আগামী ম্যাচেই পরিবর্তন আসবে একাদশে। সিরিজ নিশ্চিত হওয়া বাংলাদেশ বাজিয়ে দেখতে চাইবে বাকিদের।


গত কাল তামিম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ‘উইকেটে কিছু সময় কাটাতে পেরে ভালো লাগছে। ড্রেসিংরুমে সবাই ক্ষুধার্ত, ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাসকিন, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না। স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে দলের মধ্যে।’


আগামী ম্যাচেই একাদশে কিছু পরিবর্তন আসবে বলে আভাস দিয়ে রেখেছেন অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘তবে এতে কোনো সমস্যা হবে না। দলের সবারই খেলার সুযোগ পেতে হবে।


যারা দলে সুযোগ পাচ্ছে না, তাদেরও ভালো করার সামর্থ্য রয়েছে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে কিছু পরিবর্তন আসবে দলে। আশা করব, যারাই দলে আসবে তারা যেন ভালো করে।’


উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি চট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪