পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া January 21, 2021 652
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ১৮ সদস্যের স্কোয়াডে টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি চার জনের।


এদিকে প্রথমবারের মতো প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন হেনরিখ ক্লাসেন। আর দক্ষিণ আফ্রিকার ঘোষিত টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পাওয়া চার ক্রিকেটার হলেন– পেসার ওকুল সেলে, নান্দ্রে বার্গার, উইকেটকিপার-ব্যাটসম্যান রায়ান রিকেলটন ও অফ-স্পিনার জ্যাক স্নাইম্যান।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামী ১১ ফেব্রুয়ারি লাহোরে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডঃ

হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), নান্দ্রে বার্গার, ওকুল সেলে, জুনিয়র ডালা, বিয়ন ফোরটুইন, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, ইয়ানেমান মালান, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, রায়ান রিকেলটন, তাব্রাইজ শামসি, লুথো সিপামলা, জন-জন স্মাটস, পিট ফন বিলিয়োন, গ্লেন্টন স্টারম্যান ও জ্যাক স্নাইম্যান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪