শরীরে তিল কেন হয়?

জানা অজানা April 29, 2016 2,649
শরীরে তিল কেন হয়?

তিল নেই? এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিটি মানুষের কোথাও না কোথাও তিলি থাকবেই। সে হোক একটি, বা দুটি কিংবা অসংখ্য। তবে এই তিল কেন থাকে, জানে সে বিষয়ে কিছু? অথবা এই তিল কখন হয়?


ত্বকে কোষ সাধারণত ছড়িয়ে-ছিটিয়ে তৈরি হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হয় যে, ত্বকের একটি বিশেষ জায়গায় ত্বক-কোষ (বা মেল্যানোসাইট) একত্রে তৈরি হয়।


এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, আমাদের গায়ের রং নির্ভর করে এই মেল্যানোসাইট-এর উপরে। শরীরের যেখানে একসঙ্গে অনেকগুলি ত্বক-কোষ তৈরি হয়, সেই স্থানে একটি ছাপ পড়ে যায় যা সাধারণত সূর্যের সংস্পর্ষে এলে কালো হয়।


এমনিতে তিল ত্বকের কোনও ‘রোগ’ নয়। খুব বেশি হলে বলা যায়, ত্বক-কোষের গঠনে সমস্যার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। কিন্তু সেটাও এমন কিছু নয় যে, ডাক্তার দেখাতে হবে। মনে রাখা ভাল, তিল বা আঁচিল শরীরের কোনও ক্ষতি করে না।


তাই অযথা এদের শরীর থেকে না-তাড়ানোই ভাল। তাতে বরং ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে। স্বাভাবিক নিয়মে তিল বা আঁচিল সাধারণত মিলিয়ে যায় না।