বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় পোস্টার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন সাকিব। শুধু গত বিশ্বকাপে নয় বিগত কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান।
যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরেরও বেশি সময় ধরে বাইরে রয়েছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছেন সাকিব আল হাসান। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
সেজন্য সাকিবকে নিয়ে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সাকিবকে স্বাগতিকদের সেরা অস্ত্র বললেন নির্দ্বিধায়, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র।’
পাশাপাশি বাংলাদেশ দলকে বেশ সমীহ করছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক। ব্র্যাথওয়েট বললেন, ‘রহিম (মুশফিকুর) খুব ভালো খেলোয়াড়। তাদের দলে মাহমুদউল্লাহও আছে। অভিজ্ঞ খেলোয়াড় আছে। পাশাপাশি বাংলাদেশ তাদের মাটিতে খেলবে।
ভালোমানের স্পিনার এবং সামর্থ্যবান ব্যাটসম্যান আছে। কিন্তু আপনি যদি নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি সফল হবেন।’
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট