ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

খেলাধুলার বিবিধ January 13, 2021 863
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করে দলটি।


হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে না থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরেছেন টেস্ট স্কোয়াডে, আছেন দিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন ২২ সদস্যের স্কোয়াডে।


এছাড়া নুয়ান প্রদীপ ফিরেছেন স্কোয়াডে। রোশেন সিলভা, লাকসান সান্দাকান ও আনক্যাপড রমেশ মেন্ডিস আছেন স্কোয়াডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে থাকা ধনঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা, সন্তোষ গুনাথিলাকে ও দিলশান মাদুশাঙ্কা বাদ পড়েছেন।


শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড-

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমান্তা চামিরা, দাসুন শানাকা, আসিথা ফার্নান্দো, রোশেন সিলভা, লাকসান সান্দাকান, নুয়ান প্রদীপ ও রমেশ মেন্ডিস।


সূত্রঃ ক্রিকেট৯৭